জাতীয়

মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সারথী হচ্ছেন যারা

  এস এম রাফি ২৮ ডিসেম্বর ২০২২ , ১২:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সদরুল আইনঃ

আনুষ্ঠানিকভাবে বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উদ্বোধন করে প্রথম যাত্রী হিসেবে আগারগাঁও উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী, সচিব, জাইকা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা ভ্রমণ করছেন।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, জাপান সরকারের উন্নয়ন সংস্থার (জাইকা) কর্মকর্তারা মেট্রোরেলে চড়বেন।

মেট্রোরেল নিয়ে উত্তরার দিয়াবাড়ি স্টেশন সংলগ্ন উত্তরা ১৫ নম্বর সেক্টরের ব্লক সি-১ এর খেলার মাঠে সুধীসমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণার পর ট্রেনের টিকেট কেটে উত্তরা থেকে প্রথম যাত্রী হয়ে আগারগাঁও পর্যন্ত পৌঁছাবেন তিনি।;