এস এম রাফি ২ আগস্ট ২০২৩ , ১২:২৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
লন্ডনে মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের কাছে দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়ে সোমবার (৩১ জুলাই) ঢাকায় ফিরছেন জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ধরেই তামিম মেরুদণ্ডের কোমরের দিকের অংশের সমস্যায় ভুগছেন। অস্ত্রোপচার করালে তাকে তিন-চার মাস মাঠের বাইরে থাকতে হবে।
এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কারণে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ফিরছেন তামিম।
দেশে ফেরার পর আগামী এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন তামিম। পরের এক সপ্তাহ একটু একটু করে ফিটনেস এবং পুনর্বাসনের কাজ করবেন।
বিশ্রাম-পরবর্তী কয়েক দিন তামিম ব্যথামুক্ত থাকলে আশা করা যায় আগামী ১২ থেকে ১৪ দিন পর তিনি পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন।