রৌমারী প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৪ , ৬:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারী উপজেলাধীন যাদুরচর মডেল কলেজের সভাপতি হলেন রৌমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক যাদুরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান। যাদুরচর ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। উক্ত কলেজটি প্রতিষ্ঠা করেন আলহাজ্ব আজিজুর রহমান। তিনি প্রতিষ্ঠা লগ্ন হতে দীর্ঘ ৫ বছর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে শুনামের সহিত দায়িত্ব পালন করেন। তার সময় কালে প্রতিষ্ঠানটির ব্যাপক উন্নয়ন সাধিত হয়। শুধু তাই নয়, কলেজের অধ্যক্ষসহ শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিকতা এবং সৌহার্দ্যপুর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া কমিটি ও শিক্ষকদের সাথে আন্তরিকতা অটুট থাকে। পরবর্তীতে দীর্ঘ ১৯ বছর রাজনৈতিক পটপরিবর্তন এর ফলে অসংখ্য সভাপতি ধারাবাহিক ভাবে দায়িত্ব পালন করেন।
১৯ বছর পর আবার আজ বুধবার ৯ অক্টোবর ২০২৪ সাল সকাল ১১ ঘটিকায় যাদুরচর মডেল কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর সভাপতি তার বক্তব্যে বলেন, তিনি আজ থেকে ২৫ বছর আগে অক্লান্ত পরিশ্রম করে যাদুর চরের অবহেলিত মানুষের শিক্ষা ব্যবস্থা সহজলভ্য করতে এবং বাড়ির ভাত খেয়ে ছেলেমেয়েদের সুশিক্ষিত হতে এমন উদ্যোগ নিয়েছিলেন। তার হাতে গড়া কলেজটির সাথে পরিশ্রমের ঘাম মিশে আছে। সবশেষে কলেজটির উন্নত শিক্ষা ব্যাবস্থা কামনা করেন।
এব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, আলহাজ্ব আজিজুর রহমান এই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি। ওনার ৫ বছর সভাপতি থাকাকালীন সময় কলেজের সার্বিক বিষয়ে অত্যান্ত মনোরম পরিবেশে পরিচালিত হয়ে আসছিল। আশাকরি আবার সহযোগিতায় হারানো সুনাম ফিরিয়ে আসবে।