ধর্ম ও নৈতিকতা

যারা দারুল উলুম দেওবন্দ যাওয়ার নিয়ত করেছেন তাদের জন্যে

  খুরশীদ বিন নজির আহমদ ৬ মার্চ ২০২৪ , ১২:১৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

এটা একটা স্বপ্ন আবেগ ,ভালবাসা ।এটা কোন ফরজ নয় আবার মুস্তাহাব নয়। অতীত এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যা আমি সেখানে গিয়ে দেখেছি। এটাই আজকে লেখার চেষ্টা করব।

প্রথমত সেদেশের দারুল উলুম দেওবন্দ থেকে স্টুডেন্ট ভিসা আপনি পাবেন না। হয়তো দালাল ধরে অন্য কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট ভিসা আপনাকে নিতে হবে।
সেক্ষেত্রে আপনার খরচ প্রায় এক লাখ টাকার মতো লাগবে। এক বছর মেয়াদী স্টুডেন্ট ভিসা আপনাকে তাহারা করে দেবে। এবং ওখানে গিয়ে আবার আপনাকে সেই কলেজ থেকে আপনি যে থানায় আসবেন সেখানে ট্রান্সফার করতে হবে থানায় গিয়ে।

তারা আপনাকে সে অনুমতি দিবেন কিনা। এটা একমাত্র তাদের উপর ডিফেন্ড করে।
এক্ষেত্রে আপনি ছয় মাসের ভিসা নিতে পারেন। ছয় মাসের ভিসা নিয়ে আপনি গেলেন,কিন্তু দারুল উলুম দেওবন্দে আপনার দাখেলা হবে কিনা এটাও অনিশ্চিত।
বাংলাদেশের ছাত্ররা মনে করে দারুল উলুম দেওবন্দে গেলেই আমার দাখেলা হয়ে যাবে। এটা একমাত্র বাংলাদেশিদের আবেগ থেকে বলা ,বাস্তবতা এর ভিন্ন।
বাংলাদেশের অনেক ছাত্র আছে, সেখানে গিয়ে দারুল উলুম দেওবন্দে তাদের দাখেলা হয় না।
তারা হয়তো প্রথম বছর ইফতায় ভর্তি হন অথবা অন্য কোন প্রতিষ্ঠানে গিয়ে দাওরা পড়েন।
আবার অনেকে দারুল উলুম দেওবন্দে সিমায়া,ত করেন।
আবার অনেকে বাসা ভাড়া নিয়ে সময় নষ্ট করে।
এরকম বহু ছাত্র আমি স্বচক্ষে দেখেছি। যাহারা দারুল উলুম দেওবন্দের নাম দিয়ে বাসা ভাড়া নিয়ে সময় নষ্ট করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
আবার অনেকে শহর থেকে দূর দূরান্তের গ্রামের মধ্যে ইমামতি করেন।

আমার জানামতে ভারতের সবচেয়ে উগ্রপন্থী হিন্দু হল উত্তরপ্রদেশের মধ্যে। তাদের মুখ্যমন্ত্রী যেমন উগ্রপন্থী, তার প্রজারা তার থেকেও বেশি উগ্রপন্থী।
বিশেষ করে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ংকর ও খতরনাক দল হল হিন্দুদের আর এস এস ( রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) ।
তাদের প্রত্যেকটি সদস্যদের ব্রেন ওয়াশ করা হয়। এবং বলা হয় প্রত্যেক মুসলিমকে যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে।
আমি যখন আমার খালার বাড়ি মুর্শিদাবাদ থেকে সাহারানপুর যাবো। তখন আমি তাদের ভয়ে জিন্স প্যান্ট ও টি শার্ট পড়তে বাধ্য হয়েছিলাম।

সেখানে গিয়ে আপনাকে সব সময় একটা মানসিক যন্ত্রণায় থাকতে হবে। আমাদের বাংলাদেশী ছাত্ররা সবকিছু আপনাকে বলবে না। ইদানিং যারা সেখান থেকে পড়ালেখা করে আসতেছে ।তাদেরকে আপনি সঠিক বাস্তবতা তুলে ধরার জন্য বলবেন??
এজন্য আমার মনে হয় এখন আর দারুল উলুম দেওবন্দ না গিয়ে, আপনি আরবের কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন ।এটা আপনার জন্য অনেক মঙ্গল ও সফলতা বয়ে আনবে।
আবার ২০২৪ তাদের কেন্দ্রীয় নির্বাচন দেশের পরিস্থিতি আরো উত্তপ্ত থাকবে।
এবং প্রতিনিয়তই সেখানে কোন না কোন প্রদেশে হিন্দুদের হাতে প্রকাশ্যে মুসলিম নিহত হচ্ছে।
এ সমস্ত নিউজ সাধারণত আপনি ফেসবুকে পাবেন না বা অন্যান্য সংবাদ মাধ্যমে তারা প্রচার করেন না।

আপনি যদি টুইটার চালান ,তাহলে সে দেশের মানুষদেরকে ফলো দিয়ে রাখবেন । দেখবেন প্রতিনিয়তই তাহারা কিভাবে মুসলিমদেরকে প্রকাশ্যে হত্যা করছে।
যাহারা এ বছর যাওয়ার নিয়ত করেছেন আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে । আপনারা সেখানে না গিয়ে আরবের কোন ইউনিভার্সিটি যেমন মিশরের আল-আজহার ইউনিভার্সিটি আছে ।
সৌদি আরবের অনেক ইউনিভার্সিটি আছে মদিনা, তাইয়্যেবা, কিং আব্দুল আজিজ, উম্মুল কুরা ইউনিভার্সিটি সহ তুরস্কের বা মালোশিয়ার ও অনেক ইসলামী ইউনিভার্সিটি আছে ।সেখানে গিয়ে আপনি স্বাচ্ছন্দে পড়ালেখা করতে পারেন।