সারাদেশ

রংপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, ২টি ঘর ভস্মিভূত

  এস এম রাফি ২০ আগস্ট ২০২৩ , ১০:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জে অগ্নিকাণ্ডে এক শিশু পুড়ে মারা গেছে। ভস্মিভূত হয়েছে ২টি ঘর।

রোববার (২০ আগস্ট) বিকেলে উপজেলার লোহানী পাড়া কাঁচাবাড়ি নয়াপাড়ার সিরাজুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লোহানী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডলু শাহ জানান, আমার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের বাড়িতে বিকেলে আগুন লাগে। মুহুর্তেই তা তিনটি ঘরে ছড়িয়ে যায় ঘরে। এসময় দিকবিদিক ছোটছুটি করে পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসতে পারলেও ৪ বছরের সিনহা ঘর থেকে বের হতে পারেনি। কিছু বুঝে উঠার আগেই ২ টি ঘর এবং আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বদরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার তৎপরতা চালায়।

উত্তপ্ত রোদের শহর রংপুর

এসময় ঘর থেকে পুড়ে কংকাল হয়ে যাওয়া শিশু সিনহার লাশ উদ্ধার করেন দমকলকর্মী ও স্থানীয়রা। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু কন্যার এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, আগুনের শিখা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় শিশু সিনহাকে ঘরে খুঁজে পাওয়া যায়নি। পরে তার পুড়ে যাওয়া লাশ পাই। এই লাশ নিয়ে আমি কী করি। এর বদলে আল্লাহ যদি আমাকে পুড়ে মারতো সেটাই ভালো হতো।

স্থানীয় ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়া চুলা থেকেও আগুন ছড়াতে পারে। তিনি বলেন, ঘটনা দুঃখজনক। ঘটনার সময় শিশুটি ঘরে ঘুমিয়েছিলো।

বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) আ. হামিদ জানান, ঘটনাটি খুবই দুঃখজক। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হতে পারে বলে আমরা ধারণা করছি। মৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুটি ঘরের সব মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।