এস এম রাফি ১৫ আগস্ট ২০২৩ , ১১:২১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মমভাবে হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
রংপুর জেলা শাখার সভাপতি সুশান্ত কুমার ভৌমিক এর সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর সভাপতি বাবু সুব্রত সরকার মুকুল, আইনজীবী পরিষদের সম্পাদক নরেশ চন্দ্র সরকার, সহ- সভাপতি ভবেশ চন্দ্র রায়, যুব ঐক্য আহ্বায়ক সুভাষ রায়, সদস্য সচিব মিলন চন্দ্র রায়, কাউনিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী পরেশ চক্রবর্তী সাধারণ সম্পাদক অভয় চন্দ্র বর্মন, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র শীল প্রমূখ।