হারুন উর রশিদ সোহেল,রংপুর ২৭ অক্টোবর ২০২৪ , ৫:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে পৃথক পৃথকভাবে রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা করেছে জেলা ও মহানগর যুবদল।
রোববার সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে উক্ত রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমসের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন রাকিব, সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রানা, মনিরুজ্জামান সুইডেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় রংপুর জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে মহানগর যুবদলের আহবায়ক নুরনবী চৌধুরী মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন। বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ। পরে নেতৃবৃন্দরা স্বেচ্ছায় রক্তদান করেন।