এস এম রাফি ২২ আগস্ট ২০২৩ , ৮:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করার একটি বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
তবে ওই বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
যাত্রী ছাউনি সংস্কার নিয়ে বিভ্রাট, অবশেষে যা জানা গেলো
তিনি বলেন, বেগম রওশন এরশাদ এ বিজ্ঞপ্তির বিষয়ে কিছুই জানেন না। নিজেকে চেয়ারম্যান ঘোষণা তো প্রশ্নই আসে না।
আমাদেরই কেউ কেউ অতি উৎসাহী হয়ে ওই বিজ্ঞপ্তি ছড়িয়েছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যান ঘোষণা করতে পারেন না। একটি প্রক্রিয়ার মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করা হয়।