এস এম রাফি ৫ আগস্ট ২০২৩ , ৫:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে সুশাসনের জন্য নাগরিক-সুজন কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সুজন সভাপতি খন্দকার খায়রুল আনম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সূর্য, সনাক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী প্রমুখ। সারাদেশের ন্যায় কুড়িগ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জনদুর্ভোগ, প্রাণহানি ও সংঘর্ষ এড়াতে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসে সংলাপ ও পারস্পারিক সমঝোতোর মাধ্যমে একটি অংশগ্রহনমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান।