আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম ৩ জানুয়ারি ২০২৫ , ৬:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আখতারুজ্জামান (৭২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ওপেনচৌকি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত শাহের উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারাহাট থানার ওসি মো. রেজাউল করিম রেজা।
ওসি জানান, আওয়ামী লীগ নেতা আবুনুর মো. আখতারুজ্জামান রাজারহাট বাজারের একটি দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। আদালতে মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ নেতা আবুনুর মো. আখতারুজ্জামান গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেন। সে সময় তিনি রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার হামলা-মামলাসহ নানা অত্যাচারের শিকার হয়েছেন বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষজন। বাদ যায়নি সাংবাদিকরাও।
স্থানীয় সংবাদকর্মী প্রহলাদ মণ্ডল জানান, তার অপকর্মের সংবাদ প্রকাশ করায় ২০১১ সালের ১৩ এপ্রিল হত্যার উদ্দেশে অমানষিক নির্যাতন চালান আওয়ামী লীগ নেতা আবুনুর মো. আখতারুজ্জামান ও তার লোকজন । শুধু তাই নয় ২০১৩ সালের ৫ ডিসেম্বর তাদের মিছিলের সময় ছবি তুলতে গেলে মিছিল থেকে আওয়ামী লীগ নেতা আবুনুর মো. আখতারুজ্জামানের নেতৃত্বে আমাকে ছুরি ঢিল ছোড়া হয়। অন্য সাংবাদিকরা প্রতিবাদ করলে সেখানে প্রতিবাদকারী এক সহকর্মীর গলায় ছুরি ধরে। এ ছাড়া ২০১৬ সালের ডিসেম্বর মাসে আমার অফিসের সামনে আমাকে মারধর করে বাম পা ভেঙে দেয়। তিনি এতটাই অপ্রতিরোধ্য ছিলেন যে তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না।