এস এম রাফি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৫৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রাজারহাটে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক এক সাহসী সন্তান প্রিয় ছাত্রনেতা সাদ্দাম হোসেন নয়নের নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার ৭টি ইউনিয়নে বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে রাজারহাট উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১সেপ্টস্বর সোমবার বিকেল ৪টায় উপজেলার ডাকবাংলা দ্বিতল ভবনে রাজারহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত বাবু, ছাত্রলীগ নেতা হাসিব আরমান অয়ন, নাইমুর রহমান নিশাত, আশিকুর রহমান রাব্বী সাম্য সরকার, ফেরদৌস সরকারসহ প্রমূখ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ধীমান রায়, সাবেক সদস্য অপু কর্মকার, ছাত্রলীগ নেতা ফজলে রহমান রাব্বী, মশিউর রহমান, শামীম সরকার, হাফিজুল রহমান, লিটন সরকার সৌরভ রায়, শান্ত রায়, উৎস রায়, নাজমুল, আলামিনসহ উপজেলা সাত ইউনিয়নের ছাত্রলীগ নেতা-কর্মীরা।
উল্লেখ্য, রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃত্বে সম্মেলন সফল করতে সাত ইউনিয়নে বিশেষ বর্ধিত সভায় মঞ্চ তৈরি করে করা হবে বলে জানিয়েছেন রাজারহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন রায়।
এছাড়াও তিনি বলেন- সম্মেলন ছাড়া সংগঠন গতিশীল হয় না, আমরা জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমাদের ইউনিয়ন গুলোতে সম্মেলন সফল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। (ছবি সংযুক্ত)