সারাদেশ

রাজারহাটে ছাত্রলীগ নেতা বাঁধন গ্রেপ্তার

  রাজারহাট (কুড়িগ্রাম) ২৮ ডিসেম্বর ২০২৪ , ১১:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

কুড়িগ্রামের রাজারহাটে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: মেজবাহুল হাসান বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রাজারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগের সাবেক নেতা চাকিরপশার ইউনিয়নের পদ্মানটারী গ্রামের মো: আলম মিয়ার ছেলে। তিনি রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন,বাঁধনকে বিশেষ অভিযানে পুলিশ গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল রোববার সকালে কারাগারে পাঠানো হবে।