বিবিধ

রাজারহাটে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে যুবক কারাগারে

  এস এম রাফি ৩০ এপ্রিল ২০২৩ , ১০:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

এএস লিমন, রাজারহাট (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাটে এসএসসির পরীক্ষার প্রথমদিনে প্রক্সি দিতে গিয়ে এক যুকবকে আটক করে জেল হাজতে প্রেরণ করছে রাজারহাট থানা পুলিশ। প্রক্সি পরীক্ষার্থী রাজারহাট উপজেলার সদর ইউপির হরিশ্বতালুক গ্রামের কলিম উদ্দিনের ছেলে মোঃ সুমন মিয়া (২৫)।

রাজারহাট থানার পুলিশ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার সিংগারডারীরহাট স্কুল এন্ড কলেজের পরীক্ষাকেন্দ্রে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে হরিশ্বর তালুক উচ্চবিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোঃ ইসরাফিল হোসেনের পরিবর্তে মোঃ সুমন মিয়া (২৫) নামে এক বদলি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরিক্ষার্থীকে সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করেন কক্ষ পরিদর্শক। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ওই পরীক্ষা কেন্দ্র হতে বদলি পরীক্ষার্থী মোঃ সুমন মিয়া (২৫) কে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোঃ সুমন মিয়া (২৫)কে বদলির পরীক্ষার্থীর নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।