বিবিধ

রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালন

  এস এম রাফি ১৫ এপ্রিল ২০২৩ , ৪:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করা হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বৈশাখীকে বরণ ও র‌্যালি পূর্বে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ইউএনও নূরে তাসনিমের নেতৃত্বে বৈশাখী বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিশুপার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু, মোড়গ লড়াই ও ঝুঁড়িতে বল নিক্ষেপসহ গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি মো: আব্দুল্লাহিল জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: মো: মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মো: এনামুল হক, প্রেসক্লাব রাজারহাট-এর সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম (রফিক), রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল, ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম প্রমুখ।