কুড়িগ্রাম প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজারহাটে স্কুল শিক্ষার্থীকে ৬ঘটা গাছের সাথে বেধে নির্যাতনের ঘটনায় ভূক্তভোগীর পিতা বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার এক আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ।
জানা যায়,রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখদা গ্রামের মোস্তফা মিয়ার কন্যা ও ৯ম শ্রেণীর শিক্ষাথর্ী মোহনা আক্তারের ছোট বোন আশামনি (০৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগ ভুগছিলো। মোহনার দাদী তার নাতনীর চিকিৎসার জন্য তার বাবাকে একটি গরু দেন। এনিয়ে মোহনার দুঃসম্পর্কের দাদু আব্দুল কাদের মােহনার বাবাকে চোর সাব্যস্ত করে চকিদার পাঠিয়ে হুমকি দেন।
মঙলবার মাহনা তার বাবাকে দেয়া চোর অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদের উঠানই তিনি মোহনাকে ধরে শারিরিক নির্যাতন করেন। এছাড়া মেয়েটিকে প্রায় ৬ঘন্টা গাছের সাথে রশি দিয়ে বেধে রাখেন। পরে খবর পেয়ে ওই দিন বিকেল ৩টার দিকে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহনার রশি খুলে দিয়ে মোহনাকে পুলিশর গাড়িতে উপজলা স্বাস্থ কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দেন । পরে গত রাতেই মোহনার পিতা মোস্তফা মিয়া বাদি হয় আব্দুল কাদর সহ ৫জনর বিরুদ্ধ থানায় একটি মামলা দায়র করন। এরমধ্য মঙলবার রাতই মামলার ২নম্বর আসামী মায়া বেগম কে পুলিশ গ্রফতার করে। বুধবার সকাল আদালতের মাধ্যম জেলহাজত প্রেরন করে।
ভুক্তভাগী মোহনা বলেন একই গ্রামর আব্দুল কাদর মঙ্গলবার সকাল ৯টার দিক আমাক রশি দিয় গাছর সাথ বেধে রেখে গলায় ওড়না পেচিয়ে শ্বাস রোধ করার চেষ্টা করে । এছাড়া আমাক মারপিট করে হাটু,গলা ও পিঠে জখম করায় এখনো আমি অসুস্থ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন, মেয়েটির বাবা মোস্তফা মিয়া মঙলবার রাতে বাদী হয় ৫জনের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা করেছেন এবং পুলিশ রাতেই মামলার ২নম্বর আসামি মায়া বেগম কে গ্রেফতার করে বুধবার সকাল আদালত প্ররন করেছে।