সারাদেশ

রাজিবপুরে নিহতদের স্মরণে “শহীদী মার্চ” পালিত 

  uadmin ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজিবপুর- রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজিবপুর শাখা।

বৃহস্পতিবার বিকালে রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার শহীদ মিলারে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিয়েছেন স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ এমন নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। আন্দোলনের মধ্যে ১৬ জুলাই থেকে ১১ অগাস্টের মধ্যে সাড়ে ছয়শ মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয়-ইউএনএইচসিআর।

আন্দোলনে নিহতদের স্মরণে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনের  সমন্বয়করা৷ বক্তব্য রাখেন সমন্বয় রঞ্জু, শহিদুল ইসলাম, নবীন হোসোন ও অনিক প্রমুখ।