এস এম রাফি ২৮ অক্টোবর ২০২৩ , ৮:৫০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাতভর আইনশৃঙ্খলা বাহিনীর নানা রকম অভিযান আটকের পরও ভোর থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল লক্ষ করা গেছে।
শুক্রবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন,রাত ভর বিএনপির নেতাকর্মীদেরকে গণহারে আটক করা হয়েছে। অন্যায় ভাবে আটক করে রাজধানীকে একটি আতঙ্কের নগরীতে পরিনত করেছে এই ফ্যাসিবাদী সরকার।
নাইটেঙ্গেল মোড়ের জমজম টাওয়ার থেকেই বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন। এছাড়া রাতভর সমস্ত রাজধানী জুরে বিভিন্ন জায়গা থেকে অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না।
শনিবার(২৮ অক্টোবর)সকালে নয়াপল্টন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় নয়াপল্টনস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশস্থল যেন জনস্রোতে পরিনত হয়েছে।চারপাশের রাস্তা,অলিগলি যেন মিছিলের নগরী,নানা ধরনের প্লাকার্ড,ব্যানার,ফেস্টুন হাতে সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে।বিভিন্ন জেলা ও উপজেলা এবং থানা পর্যায়ের বড় বড় মিছিল নয়াপল্টনের দিকে আসছে।
এর আগে শনিবার ভােরে নয়াপল্টন এলাকায় গিয়ে দেখা কয়েক হাজার নেতাকর্মী খোলা আকাশের নিচে রাস্তায় এবং রাস্তার পাশে কাগজ বিছিয়ে ঘুমিয়ে আছে।
এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা মোতায়ন করা হয়েছে।
সূত্রন ব্রেকিং নিউজ