স্টাফ রিপোর্টার, রাবি ২৭ নভেম্বর ২০২৪ , ১২:২৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত “জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ” পালনের অংশ হিসেবে ৭ রাজনৈতিক দলের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্ট, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র মিশন এর নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির সমন্বয়ক ও সহ-সমন্বয়কসহ , স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি সাংবাদিক সমিতি ও রাবি প্রেসক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, ফ্যাসিবাদের পুনরুজ্জীবন আটকাতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে সকল ছাত্র সংগঠনকে নিয়ে একটি নতুন প্লাটফর্ম তৈরী করতে হবে। ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীরা বর্তমানে গভীর ভাবে ষড়যন্ত্রের লিপ্ত। কোনো অবস্থাতেই তাদের প্রশ্রয় দেওয়া যাবে না।
সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো- রাবির সকল রাজনৈতিক ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে শীঘ্রই “সর্বদলীয় ছাত্র ঐক্য” গঠন করা; ২৭ নভেম্বর বিকেল ৪টায় রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে “সংহতি সমাবেশ” করা এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে “জিরো টলারেন্স টু ফ্যাসিস্ট প্রশাসন” নীতি অবলম্বন করা।