স্টাফ রিপোর্টার, রাবি ২৪ নভেম্বর ২০২৪ , ৯:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। রবিবার (২৪ নভেম্বর) তিনি তার দায়িত্বে যোগদান করেন।
ড. ইফতিখারুল আলম মাসউদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবী বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সকল বিষয়ের মধ্যে প্রথম স্থান লাভ করেন। তিনি কামিল (হাদীস) ও কামিল (আরবী সাহিত্য) পরীক্ষাতেও মেধা তালিকায় স্থান লাভ করেন। ২০০৮ সালে তিনি রাবি থেকে আধুনিক আরবী সাহিত্যে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৪ সালে আরবী বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর ৬০টিরও বেশি প্রবন্ধ বিভিন্ন গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। আরবী ভাষা ও সাহিত্যকেন্দ্রীক তাঁর ৬টি গবেষণা গ্রন্থও প্রকাশিত হয়েছে। কর্মজীবনে তিনি সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন ছাড়াও ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত ৯০টির বেশি আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
ড. ইফতিখার এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ ও বাংলা একাডেমির জীবন সদস্য। এছাড়া তিনি ইউনিভার্সাল লীগ অব ইসলামিক লিটারেচার, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস, ইনস্টিটিউট অব হিস্টোরিক্যাল স্টাডিজ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ-ভারত, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি), বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ ইতিহাস একাডেমি, ইন্টারন্যাশনাল সোসাইটি অব বেঙ্গল স্টাডিজ, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার, আল্লামা ইকবাল রিসার্চ ফোরাম বাংলাদেশ, সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ, আরবী একাডেমী বাংলাদেশ প্রভৃতি গবেষণা এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংস্থার সক্রিয় সদস্য।
রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হাসনাত কবীর, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।