শিক্ষা

রাবিতে মঞ্চায়িত হলো তীর্থকের প্রতিবাদী নাটক ‘অদ্ভুত এই সময়’

  রাবি প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৩ , ১১:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দেশে বিরোধী ষড়যন্ত্র, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোটাধিকার হরণের চিত্র তুলে ধরে অদ্ভুত এই সময় নাটক মঞ্চায়িত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তীর্থক নাটকের আয়োজন এ প্রতিবাদী নাটক মঞ্চস্থ হয়।

নাটকের সূচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ধনী-দরিদ্রের বৈষম্যের দিকটি তুলে ধরা হয়েছে। এছাড়া ধারাবাহিক দৃশ্যপটে বাজার সিন্ডিকেটকারীদের দাপট, দেশের টাকা বিদেশে পাচার, ভোটাধিকার হরণ, হরতাল ধর্মঘটে জনভোগান্তি এবং ক্ষমতার মোহে দেশ বিক্রি ষড়যন্ত্র নাটকের মধ্যভাগে দেখা যায়। এসব দৃশপটে দেখা যায়, ক্ষমতায় থাকতে কেউ ধর্মকে হাতিয়ার করেছে, কেউ বিদেশ শক্তির নিকট দেশ বিক্রি করছে, আরেক পক্ষ ভোটাধিকার হরণ করে ক্ষমতায় ঠিকে থাকার ষড়যন্ত্র করছে। অন্য দৃশ্যপটগুলোতে দেখা যায়, শহীদ মিনারের পাদদেশে এক সরকারী কর্মকর্তা ঘুষ নিয়ে রাজাকারকে মুক্তিযোদ্ধার সনদ দিচ্ছে। দেশের বুদ্ধিজীবীদের বিভিন্নভাবে জিম্মি করে এবং অর্থ দিয়ে কিনে কুক্ষিগত করছে রাষ্ট্রের ক্ষমতাসীনরা। ফলে জাতি ভুলে যাচ্ছে তাদের সংগ্রামী ইতিহাস। শেষ দৃশ্যপটে দেখা যায়, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রে দেশেটা যখন ধ্বংসের পথে তখন এক মা তার সন্তানদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন এবং ষড়যন্ত্রের হাত থেকে এউ দেশ রক্ষায় কাজ করার আহ্বান জানচ্ছেন। ফলে সন্তানদের দেশমাতাকে রক্ষায় শপথ নেয়ার মাধ্যমে নাটকটি শেষ হয়।

নাট্যকার বেদুইন হায়দার লিও রচনায় এবং আব্দুল মজিদ অন্তরের নির্দেশনায় এই নাটকে অভিনয় করেন নাসিম আহমেদ, মৌসুমি, তমা পাল, শাহরিয়ার তিতাস, সাগর হোসেন, শামসুল ইমরান, সুপ্তি ও অনামিকা।#