রাবি প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সমতা, টেকসই শান্তি ও সার্বজনীন ন্যায়ের লক্ষ্যে প্রযুক্তিগত রূপান্তরের মাধ্যমে আন্তঃদেশীয় ঐক্যের উন্নয়ন প্রতিপাদ্যকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) সূচনা করতে যাচ্ছে “রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫”। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারী জাতিসংঘের প্রকৃতি ও নিয়মতন্ত্রের আদলে আরইউমুনার তত্ত্বাবধানে পরিচালিত হবে এই ৪ দিনব্যাপী সম্মেলনের ৮ম সংস্করণ।
আজ শনিবার(৮তারিখ) বিকাল ৪:০০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে সংবাদ সম্মেলন এর মাধ্যমে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা।
সম্মেলন শুরু হবে ২০ ফেব্রুয়ারি সকাল ০৯:০০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার স্টুডেন্টস-টিচার্স কালচারাল সেন্টারে (টিএসসিসি)।সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।
এবারের আসরে সর্বমোট ৯টি কমিটি দিয়ে পরিচালিত হবে যেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO), আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA),জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR),আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল (IPCC), জাতিসংঘের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কমিশন (UNCSTD), গ্রুপ অফ টুয়েন্টি (G-20) 20), বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (SCBA) ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা (IP)।
এই সম্মেলনে বাংলাদেশের সামগ্রিক পরিমন্ডলের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল এবং কলেজ থেকে প্রায় ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০০ এর অধিক শিক্ষার্থী এবং বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীরাও প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে।সম্মেলনের কমিটিগুলো পরিচালনা করতে উপস্থিত থাকবেন ৩০ জন নির্বাহী বিচারক বোর্ডের সদস্য এবং পরিচালনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার ৫০ জনের অধিক সদস্য সেক্রেটারিয়েট হিসেবে থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে দ্বিতীয় দিন সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত, তৃতীয় দিন সকাল ০৯:০০ টা থেকে বিকেল ০৫:০০ টা পর্যন্ত এবং চতুর্থ দিন সকাল ০৯:০০ টা থেকে বিকেল ০৩:০০ টা পর্যন্ত কমিটিগুলো পরিচালনা করা হবে। এই চারদিন ব্যাপি সম্মেলন পরিশেষে সমাপনী অধিবেশন হবে বিকেল ০৪:০০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে। যেখানে প্রত্যেক কমিটিতে উত্তীর্ণ ও বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিনিধি ও শিক্ষার্থীদের জন্য থাকবে অংশগ্রহণমূলক স্বীকৃতি হিসেবে সনদ ও অন্যান্য শিক্ষামূলক সামগ্রী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহা, ফরিদ উদ্দীন খান।
সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আরইউমুনার প্রধান উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক অফিসের পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাজ্জাদুর রহিম।
সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে যমুনা টেলিভিশন এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এছাড়াও রেডিও পার্টনার থাকবে রেডিও কার্নিভাল।