অপরাধ

রাবিতে ২ ছিনতাইকারীকে গণধোলাই, মোটরসাইকেলে আগুন

  এস এম রাফি ২৩ জানুয়ারি ২০২৩ , ১২:৪২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোবাইল ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে এই ঘটনা ঘটে। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা ছিনতাইকারীদের মোটরসাইকেল জ্বালিয়ে দেন।

ছিনতাইকারীরা হলেন নগরীর কোর্ট স্টেশনের ফায়সাল আহমেদ। তার পিতার নাম রবিউল। অপরজন নগরীর খাদিয়া এলাকার শাহীল আহমেদ ধ্রুব। তার পিতার নাম শাকিল।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা ছিনতাইকারী ধরার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং উত্তেজিত শিক্ষার্থীদরের কাছ থেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুরিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে ক্যাম্পাসে প্রতিনিয়ত চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিছু নিয়ন্ত্রণ হচ্ছে, অনেকটা আমরা পারছিনা। তবে এই ব্যাপারে দ্রুতই কঠোর ব্যবস্থা গ্রহণে চেষ্টা করছি।

জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাইহানুল ফেরদাউস মোবাইলে কথা বলতে বলতে আসছিলেন। এসময় জোহা হলের কর্নার থেকে মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা ফোন নিয়ে পারিয়ে যেতে লাগলে পিছনে দৌড় দেন রায়হান। তার চিৎকারে শহীদ জিয়াউর রহমান হলের সামনে বসে থাকা শিক্ষার্থী রাস্তা অবরোধ করে ছিনতাইকারীদের ধরে এবং গণধোলাই দেন। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা হবিবুরের মাঠে ছিনতাইকারীদের মোটরসাইকেল জ্বালিয়ে দেন। পরে প্রক্টরিয়ার বডি ও পুলিশ এসে তাদের প্রক্টর দপ্তরে নিয়ে যান। জিজ্ঞেসাবাদের পর ছিনতাইয়ের কথা স্বীকার করেন তারা। একইভাবে কিছুদিন পূর্বেও ক্যাম্পাসের এই রাস্তা থেকে মোবাইল ছিনতাই করেছেন বলে জানান তারা। পরে স্বীকারোক্তি নেয়ার পর ছিনতাইকারীদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই ছিনতাইকারীকে আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।