শিক্ষা

রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা সম্পন্ন

  রুয়েট প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর ভর্তি পরীক্ষা তিনটি শিফটে সম্পন্ন হয়। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট দুপুর ১২টা থেকে ১টা, এবং তৃতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৯,৯১৫ জন শিক্ষার্থী সুযোগ পান, যেখানে প্রতিটি শিফটে সর্বোচ্চ ৬,৬৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারেন।

১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করা হয়। রুয়েটের ভর্তি প্রক্রিয়া দুই ধাপে পরিচালিত হবে—প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং মূল ভর্তি পরীক্ষা। রুয়েটের ১৪টি বিভাগে মোট ১,২৩৫টি আসনের বিপরীতে প্রতি আসনের জন্য গড়ে ১৬ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের তালিকা আগামী ১৩ ফেব্রুয়ারি রুয়েটের ওয়েবসাইটে (https://admission.ruet.ac.bd) প্রকাশ করা হবে। এরপর, মূল ভর্তি পরীক্ষা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদসমূহের অধীনে ১৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। বরাবরের মতো এবারও ভর্তি প্রক্রিয়ায় কোনো কোটা ব্যবস্থা রাখা হয়নি, তবে পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫টি আসন সংরক্ষিত রয়েছে। চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা ৮ মার্চ প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার আগের দিন থেকেই রুয়েট ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে নতুন সাজে সজ্জিত হয়। প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা নিজস্ব থিম অনুযায়ী স্ট্রিট পেইন্টিং করে এবং বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নান্দনিকভাবে সাজানো হয়।

পরীক্ষার দিন সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। অভিভাবকদের সাথে কথা বললে তারা ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। রুয়েটের শিক্ষার্থীরা পরীক্ষার্থীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং ছাত্র প্রতিনিধিরা অত্যন্ত আন্তরিকভাবে তাদের সহায়তা করেছেন।

গত চার বছর ধরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হলেও, এ বছর তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে রুয়েট এবার দুই ধাপে পরীক্ষা পরিচালনা করছে। এই পরিবর্তন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে—কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন আগের গুচ্ছ পদ্ধতিই বেশি সুবিধাজনক ছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক পরীক্ষার সফল বাস্তবায়নে সহায়তাকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।