রুয়েট প্রতিনিধি: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৪৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি) রাত্রি ১১.৪৫-এর সময় রুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়।
এবার দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে রুয়েটের ভর্তি পরীক্ষা। এর আগে গত ৮ ফেব্রুয়ারি প্রিলিমিনারি ভর্তি পরীক্ষার মাধ্যমে মনোনীত ৮০০২ জন পরীক্ষার্থীকে নিয়ে গত ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষার মেধাতালিকার ভিত্তিতে ভর্তিচ্ছুরা ১২৩০ আসনে পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর আবারও এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করলো রুয়েট। এবছর ১৪টি বিভাগে মোট ১২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১২৩৫টি আসন রয়েছে।
উল্লেখ্য, ক বিভাগে ১২৩০ সিটের বিপরীতে ৭৯৩০ জনের তালিকা দেওয়া হয়েছে, পাশাপাশি খ বিভাগ ও পার্বত্য জনগোষ্ঠীর জন্য যথাক্রমে ৩০ সিট ও ৫ সিটের বিপরীতে ৫২৪ জন ও ১৬ জনের তালিকা দেওয়া হয়েছে।
১ম পর্যায়ে ভর্তির জন্য মেধাক্রম ১-১২০০ (সারণি-১) এবং মেধাক্রম ১-৩০ (সারণি-২) প্রার্থীদের স্ব-শরীরে নিরীক্ষা বোর্ডের নিকট উপস্থিত হওয়ার সময়সূচী ১৯ মার্চ ২০২৫, বুধবার সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত এবং সংরক্ষিত আসনের ক্ষেত্রে বান্দরবান জেলার অধিবাসী, পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী মেধাক্রম ১-১৬ (সারণি-৩)-এর প্রার্থীদেরও উক্ত সময়ে উপস্থিত থাকতে হবে।
প্রয়োজনীয় যাচাই ও ভর্তি সংক্রান্ত নির্দেশনা:
– যাচাই-বাছাই কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্রাদি যাচাইপূর্বক জমাদানের পর ঐ দিনই (১৯ মার্চ ২০২৫) স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
– ২০ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০:০০ ঘটিকায় প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি ১৮,৫০০/- (আঠারো হাজার পাঁচ শত টাকা মাত্র) রূপালী ব্যাংক পিএলসি, রুয়েট শাখায় একই দিন দুপুর ২:০০ ঘটিকার মধ্যে জমা প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে।
– তবে কোনো প্রার্থী ভর্তির দিন ভর্তি কার্যক্রম সমাপ্ত করে একই দিনে ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে উল্লেখিত ব্যাংকে জমা দিতে পারবে।
অনলাইন চয়েস ফর্ম পূরণ সংক্রান্ত নির্দেশনা:
মেধা তালিকায় (সারণি-১, ২ ও ৩) স্থানপ্রাপ্ত সকল প্রার্থীকে ০৮ মার্চ ২০২৫ (শনিবার) সকাল ১০.০০ ঘটিকা হতে ১৫ মার্চ ২০২৫ (শনিবার) রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে রুয়েটের অফিশিয়াল ওয়েবসাইটে (লিংক কমেন্টে) গিয়ে Admission Portal-এ Login করে “Online Choice Form” এর প্রয়োজনীয় তথ্য পূরণ এবং বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে।
– প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১৩টি পছন্দসহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে।
– স্থাপত্য (Architecture) বিভাগের জন্য পছন্দক্রম পূরণের কোনো প্রয়োজন নেই।
“Online Choice Form”-এ প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম ১৫ মার্চ ২০২৫ (শনিবার) রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত পরিবর্তন করা যাবে। তবে বিশেষ প্রয়োজনে ভর্তির দিন ভর্তি কমিটির অনুমোদনক্রমে নির্ধারিত বুথে পছন্দক্রম পরিবর্তন করা যেতে পারে।