রুয়েট প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির মূল ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, পরীক্ষার্থীরা নিজ নিজ প্রবেশপত্র অনলাইনে ডাউনলোড করতে পারবেন।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে তিন শিফটে মোট ৮,০০২ জন পরীক্ষার্থী মূল ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। প্রথম শিফটে ২,৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২,৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২,৬৪২ জন পরীক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
২০১৯-২০ শিক্ষাবর্ষের পর এবারই প্রথম রুয়েট এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ১,২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট আসন সংখ্যা ১,২৩৫টি।
ভর্তি পরীক্ষা ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন থেকে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের ১০টি করে প্রশ্ন থাকবে, আর ইংরেজিতে ৫টি প্রশ্নে মোট ৫০ নম্বর বরাদ্দ থাকবে। লিখিত পরীক্ষার জন্য সময় নির্ধারিত হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট। ‘খ’ গ্রুপের (স্থাপত্য অনুষদ) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা থাকবে, যেখানে ৪টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে ১ ঘণ্টা।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী ‘ক’ গ্রুপের জন্য পরীক্ষা সকাল ১০:০০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত চলবে, আর ‘খ’ গ্রুপের জন্য পরীক্ষা সকাল ১০:০০ থেকে দুপুর ১:৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
রুয়েটের ভর্তি পরীক্ষাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে এখন ব্যস্ততা ও উত্তেজনা তুঙ্গে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ পরীক্ষার সুষ্ঠু ও সফল আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। মেধার লড়াইয়ে সফল শিক্ষার্থীরাই পাবেন দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের মাইলফলক হতে চলেছে!