শিক্ষা

রুয়েট ভর্তি: বিভাগ পছন্দের শেষ সময় আগামীকাল, ভর্তি কার্যক্রম শুরু ১৯ মার্চ

  রুয়েট প্রতিনিধি ১৪ মার্চ ২০২৫ , ৭:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রুয়েট ভর্তি: বিভাগ পছন্দের শেষ সময় আগামীকাল, ভর্তি কার্যক্রম শুরু ১৯ মার্চ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের বিভাগ পছন্দক্রম দেওয়ার শেষ সময় আগামীকাল, শনিবার।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ১৫ মার্চ (শনিবার) রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে বিভাগ পছন্দক্রম প্রদান করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত সকল প্রার্থীকে ৮ মার্চ সকাল ১০টা থেকে ১৫ মার্চ রাত ১১.৫৯ মিনিটের মধ্যে রুয়েটের ভর্তি পোর্টাল (https://admission.ruet.ac.bd/) -এ লগইন করে “Online Choice Form” পূরণ করতে হবে। প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য সর্বোচ্চ ১৩টি পছন্দক্রম প্রদান করা যাবে, তবে স্থাপত্য বিভাগের ক্ষেত্রে পছন্দক্রম দেওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীরা তাদের পছন্দ পরিবর্তন করতে পারবেন, তবে বিশেষ প্রয়োজনে ভর্তির দিন ভর্তি কমিটির অনুমোদনক্রমে বুথে গিয়ে পছন্দ পরিবর্তন করার সুযোগ থাকবে।

এছাড়া, ১৯ মার্চ প্রথম পর্যায়ের ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নিরীক্ষা বোর্ডের সামনে উপস্থিত হয়ে সনদ যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২০ মার্চ সকাল ১০টায় নির্ধারিত বিভাগ অনুযায়ী ভর্তি ফি ১৮,৫০০/- টাকা রূপালী ব্যাংক পিএলসি, রুয়েট শাখায় দুপুর ২টার মধ্যে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে, ভর্তির দিনই কর্তৃপক্ষের অনুমতিক্রমে ফি পরিশোধ করা যাবে।