কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ২ জুন ২০২৫ , ২:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রেললাইন মাঝে গায়ে কম্বল জড়িয়ে দুই হাত উঁচু করে ট্রেন থামানোর ইশারা করে এক অজ্ঞাত ব্যক্তি, পরিশেষে ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় দেহ। ঘটনা টি ঘটেছে রোববার রাতে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বুড়াইল ব্রীজ সংলগ্ন বিজলের ঘুন্টি রেললাইনে।
কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে রোববার সন্ধায় পার্বতীপুর থেকে লালমনিরহাট গামী ৪৬২ নং কমিউটার ট্রেনটি যাওয়ার পথে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বুড়াইল ব্রীজ সংলগ্ন বিজলের ঘুন্টি নামক স্থানে অজ্ঞাত ব্যক্তি গায়ে কম্বল জড়িয়ে রেললাইনের মাঝে দাঁড়িয়ে দুই হাত উঁচু করে ট্রেন কে দাঁড়ানোর ইশারা করে। পরিশেষে নিমিষেই ট্রেনে কাটা পরে ওই ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা হয়ে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন ট্রেনে কাটা পরা অজ্ঞাত ব্যক্তি পাগল প্রকৃতির হবে। তার দেহ এমন ভাবে ছিন্নভিন্ন হয়ে গেছে তাকে চেনার কোন উপায় নেই।
কাউনিয়া জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।