বিবিধ

রৌমারীতে”কুড়িগ্রাম মারজেনালাইষ্ট পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশন”এর উদ্যোগে কম্বল বিতরণ

  uadmin ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সায়দাবাদ এলাকায় ২০০ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে৷

আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২ টায় কোমর ভাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম মারজেনালাইষ্ট পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট বিপ্লব হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, কোমর ভাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক সুলতান মাহমুদ, আব্দুর রাজ্জাক, যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন৷

এ সময় বিপ্লব হাসান পলাশ বলেন
আপনাদের মতো সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা আমার পাশে ছিলেন বলেই আমি আজ সংসদ সদস্য হতে পেরেছি। সরকারি সহযোগিতার পাশাপাশি এই সংগঠনের মতো সবাইকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে যেকোনো পরিস্থিতিতে পাশে দাঁড়িয়ে সহযোগিতা আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মারজেনালাইষ্ট পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মাহমুদুল রহমান সুমন, সংগঠনের চেয়ারম্যান আতাউর রহমান, নির্বাহী কমিটির সদস্য প্রভাষক আজিবর রহমান, রবিউল ইসলাম, শাহীনুর রহমান, নাসির উদ্দীন, সুজন প্রমুখ।