এস এম রাফি ১২ মে ২০২৩ , ১১:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
শাহ মোঃ আব্দুল মোমেন,রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস।আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস’ (আইসিএন)এবার দিবসটির প্রতিপ্রাদ্য নির্ধারণকরেছে-‘আওয়ার নার্সেস, আওয়ার ফিউচার’ অর্থাৎ আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় কেক কাটা, রেলী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা:আসাদুজ্জামান স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা, আরএমও ডা:নীপা রাণী সাহা, প্রধান অফিস সহকারী কাম হিসাব রক্ষক আব্দুস ছাক্তার, সাংবাদিক শাহ মোঃ আব্দুল মোমেন,নার্সিং সুপার ভাইজার রীমা পারভেজ,ইনচার্জ লাভলী বেগম,রোকসানা আক্তার রুবী,আনজেদা আক্তার,লাবনী আক্তার,নুরে জান্নাতুল জীম,শাকিলা খাতুন,শাম্মী আক্তার,অনুষ্ঠানটি সঞ্চালন করেন লিসা আক্তার।