বিবিধ

রৌমারীতে একই দিনে তিনজনের জনের মৃত্যু

  এস এম রাফি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:১২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পৃথক পৃথক ঘটনায় একই দিনে নারীসহ তিনজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কর্তিমারী সায়দাবাদ সুইচ গেট এলাকায় জিহাদ মিয়া (১০) নামের এক শিশু ওষুধ কোম্পানির গাড়ির চাপায় মৃত্যু হয়েছেন। নিহত ওই শিশু একই এলাকার জিয়া রহমানের ছেলে।

এছাড়াও একই দিনে সকালের দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের চর টাপুর চর জামাই পাড়া এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে আরিফুর ইসলাম নামের একজন আত্মাহত্যা করে।

এদিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের খেয়ারচর চর পাড়া এলাকার শহিমন বেগম (৬০) নামেন এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মাতহ্যা করছেন। নিহত নারী ওই এলাকার মো.শহিদ মিয়ার স্ত্রী।

এবিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি র“প কুমার সরকার বলেন এক্সিডেন্ট কৃত গাড়ি এবং ড্রাইভারকে আটক করা হয়েছে, আত্মহত্যা এবং এক্সিডেন্টে মৃত্যু সহ লাশ তিনটি তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের সম্মতিতে এবং কোন অভিযোগ না থাকায় দাফন করার জন্য বলা হয়েছে।