বিবিধ

রৌমারীতে ক্যাফে সাজেক ভ্যালি’র উদ্বোধন

  ডেস্ক রিপোর্ট : ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে এই প্রথম উন্নতমানের খাবার ও ক্যাফে সাজেক ভ্যালি নামে একটি বিনোদন কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রৌমারী সি,জি, জামান উচ্চ বিদ্যালয়ের পর্শিচম পাশে এ বিনোদন কেন্দ্রটি উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক শাহা জালাল রানা, সাবেক ছাত্রনেতা রুমান, সাবেক ছাত্রনেতা ওলিদ বিন বকুল, সাবেক ছাত্রনেতা শামীম আহমেদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, সাবেক ছাত্রনেতা নাসির হোসেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য আলমেছ হোসেন ভোলা, বন্দবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।ক্যাফে সাজেক ভ্যালির স্বত্বাধিকারী মোঃ সাইদুর রহমান বলেন, এখানে মানসম্মত খাবার পরিবেশন ও বিনোদনের সুব্যবস্থা রয়েছে। এখানে সকলেই পরিবার পরিজন নিয়ে আসতে পারবেন। সর্বাত্ব্যক চেষ্টা করবো যাতে এ বিনোদন কেন্দ্রে কোন প্রকার অসামাজিক বা অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে।