বিবিধ

রৌমারীতে গাঁজাসহ ছালাম উদ্দিন নামে এক মাদক কারবারি গ্রেপ্তার

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৭ জানুয়ারি ২০২৫ , ১০:২৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মো:ছালাম মিয়া(৬৫)নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার(৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বলদমারা নৌকা ঘাট থেকে গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি ছালাম মিয়া ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি দল সোমবার দুপুর বারোটার দিকে মাদক বিরোধী এক অভিযানে বলদমারা ঘাট থেকে মো:ছালাম মিয়া কে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।