রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মৌলিক অধিকারের সুরক্ষা চাই, মুল সড়ক সবার হলে আমার সাথে বৈষম্য কেন, রাস্তা আমার অধিকার, মানবিক বিচার চাই এই প্রতিপাদ্দের উপর কুড়িগ্রামের রৌমারীতে অর্ধশতাধিক বন্দি পরিবার রাস্তার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার ২৪ নভেম্বর বেলা ১২ টায় রৌমারী উপজেলা গেট সংলগ্ন ডিসি সড়কে এ মানববন্ধন করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়।
এতে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, হুমায়ুন কবির, আফরুজা বেগম প্রমূখ। তারা বলেন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার দীর্ঘ ৩০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন তা বন্ধ করে দেয়ায় বিপত্তির সৃষ্টি হয়। কলেজের বাউন্ডারী ওয়াল তৈরির সময় স্থানীয়রা বাধা প্রদান করলে ৩ থেকে ৪ ফুট রাস্তা ছেড়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয়। ওই রাস্তাটি বন্ধ করে ঘর নির্মাণ করেন। এতে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তারা আরো জানান, রাস্তা বন্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী, হাটুরে, প্রতিবন্ধি ও অসুস্থ মানুষের চিকিৎসা ব্যহত হচ্ছে। গ্রামে বিয়ে অনুষ্ঠান হচ্ছে না। রাস্তার অভাবে মুত্যু ব্যাক্তির লাশবাহি খাটলি ও কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেয়া সম্ভব হচ্ছে না। এতে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের নিকট এলাকার মানুষের দাবী মানবতার লক্ষে রাস্তার ব্যবস্থা করে ওেয়ার জোর দাবি জানান।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ ও গ্রামবাসীর লিখিত আবেদন পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।