সারাদেশ

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  এস এম রাফি ১৭ আগস্ট ২০২৩ , ৬:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রৌমারী উপজেলায় পানিতে ডুবে দৌরুত আলী (১বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ১০ টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে পা পিচলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায় ওই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সে উপজেলার যাদুর চর ইউনিয়নের বাইমমারী গ্রামের এরশাদুল হকের ছেলে বলে জানা গেছে। যাদুরচর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।