বিবিধ

রৌমারীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  এস এম রাফি ৩ জানুয়ারি ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রৌমারীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০ টায় উপজেলার শৌলমারী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ১০৩ জন শিক্ষার্থীদের হাতে এসব শীতবস্ত্র হিসেবে কম্বল, চাদর তুলে দেওয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনাজ উদ্দিন, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম মিনু, বীরমুক্তিযোদ্ধা নেক্কার আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আব্দুল্ল্যাহ হেল কাফী, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী প্রমুখ।