বিবিধ

রৌমারীতে প্রধানমন্ত্রীর নিকট উন্নয়নের দাবীতে মুখ্য সচিবের কাছে গণকমিটির স্মারকলিপি প্রদান

  এস এম রাফি ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:১৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধি:

একদিনের সরকারি সফরে রবিবার(১২ফেব্রুয়ারী) কুড়িগ্রামের রৌমারী এবং রাজিবপুরে এসেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া। তিনি সাড়ে ১১টায় রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন।

এ সময় মুখ্য সচিবের সফর সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কিবরিয়া সিদ্দিকী , প্রকল্প পরিচালক আশ্রয়ণ-২ আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, মুখ্য সচিবের একান্ত সচিব কায়সারুল ইসলাম , রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

তিনি ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত রৌমারী মুক্তাঞ্চলের মুক্তিযোদ্ধাদের কাঠের ডেমি রাইফেল , মুক্তিযুদ্ধের স্মৃতি সংকলিত বিভিন্ন বই সম্মিলিত স্টল ঘুরে দেখেন এবং রৌমারী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ডাকঘর পরিদর্শন করেন।

রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।রৌমারী-রাজিপুরের সড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে রৌমারী ডাকবাংলায়রৌমারী-রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার, রৌমারী- রাজিবপুর উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের রৌমারী-রাজিবপুরের সভাপতি/সাধারণ সম্পাদককে নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তারা রৌমারী ও রাজিবপুর উপজেলার আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে আলোচনা করেন।
রৌমারীকে মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল ঘোষণা, জেলা বাস্তবায়ন, ব্রহ্মপুত্র নদের উপর ব্রিজ নির্মাণ, মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ নির্মাণ, ব্রহ্মপুত্র নদ ড্রেজিং ,দারিদ্র্যতা কমাতে ব্যাপক কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক জোন,কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন, পুনাঙ্গ স্থলবন্দরে রুপান্তর,জামালপুর‌ থেকে রৌমারী পর্যন্ত রেললাইন ও গ্যাসলাইন সম্প্রসারন,নদীভাঙ্গনরোধ,একটি স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন,শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করনের দাবী জানানো হয়সহ তৎসঙ্গে রৌমারীর আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন দাবি তুলে ধরে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন গণকমিটির সভাপতি ,বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, এম আর ফেরদৌস, সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল মোমেন।মতবিনিময় শেষে তিনি রৌমারী তুরা রোডের এল সি পয়েন্ট পরিদর্শন করে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হন।