রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৭ ডিসেম্বর ২০২৪ , ২:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বর এক গৌরবময় দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দিনে অর্জিত হয় স্বাধীনতা, আর পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন এক রাষ্ট্র বাংলাদেশ।
সোমবার ১৬ ডিসেম্বর সকাল থেকেই ফুলেল শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে থাকেন রৌমারীর সর্বস্তরের মানুষ এসময় উপজেলা প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে জাতীয় কর্মসূচির সাথে মিলিত হয়ে রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এতে প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ মিনারে আসতে শুরু করেন এবং শ্রদ্ধা জানান।
বিজয়ের মাসে এই মহান দিনে প্রাথমিক শিক্ষকরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের এই কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তারা বলেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং দীর্ঘ ৯ মাসের দুর্বিষহ যুদ্ধ শেষে আমরা পেয়েছি বিজয়ের স্বাদ। তাই এই দিন শুধু স্বাধীনতার স্মারক নয়, এটি আমাদের আত্মত্যাগ, বীরত্ব এবং জাতির সম্মিলিত চেতনার প্রতীক।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম লিচু, হারুন অর রশিদ তুহিন, গোলাম হোসেন, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম জাহিদ, আবু আসাদ বাবু, আবুল হোসেন, শারমিন আক্তার সাজু , আব্দুল মালেক এটিএম তাজুল ইসলাম,শাহজাহান আলীসহ আরও অনেকে।