এস এম রাফি ১৬ জানুয়ারি ২০২৩ , ৫:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারী (কড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে রৌমারী উপজেলা বিএনপি। সোমবার সকাল ১০টার দিকে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও রৌমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম আহবায়ক এবিএম বিকাশ, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসাইন রানা, সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছির আরাফাত নাহিদ প্রমূখ।
বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ১০ দফা দাবি বাস্তবায়ন ও অবিলম্বে বিদ্যুতের দাম কমানোর দাবি জানান।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।