uadmin ১৫ আগস্ট ২০২৪ , ৪:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে রৌমারী উপজেলা বিএনপি।
আজ ১৫ আগস্ট বুধবার দুপুরে রৌমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় নেতাকর্মীরা অবস্থান কর্মসূচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ,যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ,সভায় সভাপতিত্ব করেন মঞ্জুরুল ইসলাম৷
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান রঞ্জুসহ সকল ইউনিয়নের নেতাকর্মি।