এস এম রাফি ১০ মার্চ ২০২৩ , ১১:২৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
ষ্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রৌমারী গ্রাম যুব সমাজের উদ্যাগে মিনিবার নাইটসুপার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা বৃহস্পতিবার রাত ৯টায় রৌমারী কেরামতিয়া আর্দশ ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
রৌমারী মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল ম্যাচে উইনার স্পোর্টিং ক্লাবকে০-১ গোলে পরাজিত করে
রৌমারী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন ০১ গোলে এগিয়ে থাকে। রৌমারী ফুটবল একাডেমীর আ: আজিজ গোলটি করে দলকে জিতিয়ে দেয়। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ- আজিজ ,টুর্নামেন্ট সেরা -মুরাদ,সর্বোচ্চ গোলদাতা-মুরাদ । উভয় টিমের সকল খেলোয়াড় অনেক ভালো খেলেছে। টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয় এসময় উপস্থিত ছিলেন রৌমারী বাজাজ মোটরবাইক শোরুমের কর্ণধার লায়ন আহমেদ, রোমান ষ্টোরের কর্ণধার রাজিউল ইসলাম রোমান, বিশিষ্ট ঠিকাদার জুয়েল আহমেদ,জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এর রৌমারী উপজেলা প্রতিনিধি সাংবাদি শাহ মোঃ আব্দুল মোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ টি পরিচালনা করে অভিজ্ঞ রেফারী শাকিরুল
ইসলাম শাকী।