uadmin ৩১ আগস্ট ২০২৪ , ১০:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
তারুণ্য অঙ্গিকার সমৃদ্ধ , সবার আগে বাংলাদেশ তরুণরাই গড়বে বাংলাদেশ এই স্লোগানকে ঘিরে কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ আগস্ট, সকালের দিকে রৌমারী সিজি জামাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আলোচনা শেষে উপজেলার তুরা রোড ভোজন বিলাশে গিয়ে দলের নেতা কর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য মোঃ আকতারুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব,গণ অধিকার পরিষদের আহবায়ক মোঃ কবির হোসেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সহ অন্যান্য সদস্য বৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা বলেন, বিগত দিনের অন্যায়,অত্যাচার,জুলুম আমরা ভুলি নাই। আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভিপি নুরুল হকের নেতৃত্বে যুব,গণ,ছাত্র, শ্রমিক এবং প্রবাসী অধিকার পরিষদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।