ডেস্ক রিপোর্ট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:১২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং “জিয়া মঞ্চ” কুড়িগ্রাম জেলা শাখা ৪১ সদস্য বিশিষ্ট রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন করেন৷ উক্ত কমিটিতে স্বাক্ষর করেন জিয়া মঞ্চ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আল আমিন ও সদস্য সচিব এইচ কে হীরা৷
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আতিকুর রহমান সৌরভ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্য সচিব রুবেল সরকার ৷ কমিটি অনুমোদনের পাশাপাশি আগামী ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷
নবগঠিত কমিটির আহ্বায়ক আতিকুর রহমান সৌরভ বলেন “আগামীতে আমরা রৌমারী উপজেলা “জিয়া মঞ্চ” থেকে জিয়া আদর্শের দেশপ্রেমিক যুবকদের তারেক জিয়ার হাতকে শক্তিশালী ও তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উপহার দেব “৷
সিনিয়র যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম বলেন “রৌমারী উপজেলা জিয়া মঞ্চ এর লক্ষ দেশ নায়ক তারেক রহমান এর হাত কে শক্তি শালি করা ও দেশ নায়ক তারেক রহমান এর নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন করা। সে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাব ”
সদস্য সচিব রুবেল সরকার বলেন ” আমরা সকল কে সাথে নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে সহযোগী হবো”৷
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন সাংগঠনিক কাজ পরিচালনা করে থাকে এ সংগঠন৷শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে এ সংগঠন এ কামনাই করছে নবগঠিত কমিটির সদস্যরা৷