রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: ৬ মার্চ ২০২৫ , ১০:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবির হাতে ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির ব্যাটালিয়ন সদস্যরা। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালের দিকে উপজেলার খাটিয়ামারী নামক ভুট্টা ক্ষেত থেকে আটক করা হয় তাকে । আটকৃত ব্যক্তি, রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে নাহিদ আহমেদ (৩২) বলে জানা গেছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় সীমান্তে আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৬২-৬ এস হতে ২ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে খাটিয়ামারী নামক এলাকায় ভুট্টা ক্ষেত থেকে এসআইপি’র সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে নাহিদ আহমেদ নামের এক মাদককারবারিকে আটক করে মোল্লারচর বিওপির টহলরত বিজিবি সদস্যরা।
এসময় তার কাছে ভারতীয় ৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল ফোন, ২ টি সীম কার্ডসহ সর্বমোট ৪১ হাজার ৬ শত টাকার মালামাল জব্দ করা হয়। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলার মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে এক যুবককে থানায় সোপর্দ করেন। আসামিকে যথা সময়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।