বিবিধ

লালমনিরহাট স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজ্জাক ও সিয়াম মন্ডল

  কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি : ১৭ জানুয়ারি ২০২৫ , ৮:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) লালমনিরহাট জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন লালমনিরহাট স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের সিয়াম মন্ডল।

শুক্রবার (১৭ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টারা কমিটির অনুমোদন দেয়।
এছাড়াও উক্ত অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সানাউল ইসলাম ও আসমাউল হুসনা মিশু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিল রানা, সাংগঠনিক সম্পাদক আবির ইলাহি জুবায়ের ও দপ্তর সম্পাদক বাসিরুল ইসলাম বিজয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রায় ৮০ জন নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।