ফিচার

শতকোটি টাকার ফুল বিক্রির স্বপ্ন দেখছেন ঝিনাইদহের ফুল চাষিরা

  ইমন হাসান, ঝিনাইদহ প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৪ , ২:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দরজায় কড়া নাড়ছে বসন্ত, এর পরদিনই বিশ্ব ভালোবাসা দিবস এবং তার কয়েকদিন পরই জাতীয় শহীদ দিবস। এই ৩ টি দিবসের বাজার ধরতে ব্যাস্ত সময় পার করছে ঝিনাইদহের ফুলচাষীরা। দিবসগুলো উপলক্ষে ফুল বিক্রি করে সারা বছরের লাভ-ক্ষতির হিসাব কষবেন তারা। শুধু জানুয়ারী ফেব্রæয়ারীতেই প্রায় শত কোটি টাকার ফুল বিক্রির আশায় চাষীরা।

ঝিনাইদহের সর্ববৃহৎ ফুলের বাজার হলো গান্না ফুল বাজার। বাজারে এই মুহুর্তে চলছে দেশের বিভিন্ন স্থানে ফুল রপ্তানির প্রস্তুতি।ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই ব্যাস্ততা।বাহারি ফুল গাঁদা, রজনীগন্ধা, গোলাপসহ প্রায় সবধরনের ফুল দেশের প্রত্যেকটা জেলায় পাঠানোর প্রস্তুতি চলছে। টার্গেট সামনের আগত ৩টি দিবস।

বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও জাতীয় শহীদ দিবসকে সামনে রেখেই সবথেকে বেশি বিক্রি ও সর্বোচ্চ দাম পাওয়ার প্রতিযোগিতায় একে অপরের প্রতিন্দিতায় ব্যাস্ত। এ বাজার থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ফুল যাচ্ছে প্রায় কোটি টাকার। ফুলের রং, সাইজ ও প্রকৃত সুবাস থাকায় এ জেলার ফুলের চাহিদা দেশজুড়ে । জেলার ৬টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধাসহ নানা রঙের ফুল চাষ সুগন্ধে মাতোয়ারা করে রেখেছে চারপাশ। ফুলের কড়ি ধরে রাখার পাশাপাশি ফলন ভালো পেতে বাগানগুলোকে সার্বক্ষনিক পরিচর্চায় রাখছে চাষীরা।

এ ফুলের চাষ বৃদ্ধিতে চাষীদেরকে বিভিন্ন প্রশিক্ষণসহ দেওয়া হচ্ছে নানা প্রযুক্তিগত সহযোগিতা।জেলা কৃষি বিভাগ বলছে এ বছর জেলার ২১৬ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে।