সারাদেশ

শাহবাগে বাসে আগুন

  অনলাইন ডেস্ক ৭ ডিসেম্বর ২০২৩ , ৩:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বিএনপির ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুনের খবরে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল বক চত্বরে আর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশজুড়ে এ অবরোধ চলবে। একই সঙ্গে ১০ ডিসেম্বর (রোববার) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৫৬টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ১টি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে : বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ড ভ্যান ২১টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৩টি।