শিক্ষা

শুরু হচ্ছে রাবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম

  রাবি প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৪ , ৮:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। ভর্তি কার্যক্রম শেষ করে খুব দ্রুতই ক্লাস শুরু হবে বলেও এসময় জানানো হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিকের আহ্বানে ডীনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

স্নাতক প্রথমবর্ষে ক্লাস শুরুর বিষয়ে ব্যবসা অনুষদের অধিকর্তা অধ্যাপক আ স ম কামরুজ্জামান বলেন, আগামী রোববার থেকে স্নাতক প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম শুরু হবে। কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম শেষ করেই নবীনদের ক্লাস শুরু করা হবে। আশা করি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এটা সম্ভব হবে।

উল্লেখ্য গত ২৮ জুন ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় চালু হয়। তবে পেনশন নীতিমালা বাতিলের দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর মধ্যেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস।

এতে ক্যাম্পাস খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৯০ জন কর্মকর্তা পদত্যাগ করলে অচলাবস্থার সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান জানান, আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-কার্যক্রম চালু হবে। বিভাগগুলো চাইলে ক্লাস-পরীক্ষা শুরু করতে পারবে। অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন অনুষদের ডীনরা উপস্থিত ছিলেন।