এস এম রাফি ২১ অক্টোবর ২০২৩ , ৮:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য বিধাতার এক অনন্য সৃষ্টি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সৃষ্টিকর্তা বঙ্গবন্ধুকে সৃষ্টি করেছেন এদেশের রাজনীতির স্বাধীনতার জন্য, শেখ হাসিনাকে অর্থনৈতিক স্বাধীনতার জন্য। মৃত্যুর পরও এ দেশে দুজন মানুষ বেঁচে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা। তার মৃত্যুর পরেও বেঁচে থাকবেন যেমন বেঁচে আছে বঙ্গবন্ধু। কিছু লেগাসির মৃত্যু নেই।
শনিবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, দুর্গাপূজায় আগে যতগুলো অসংগতি ছিল এবারে তার সম্ভাবনা নেই, আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা দিতে প্রস্তুত। দুর্গাপূজায় আগের মতো কোন রকমের সহিংসতা পূর্ণ পরিস্থিতি চায় না সরকার। অত্যাচার অশান্তি নির্যাতন সব মিলিয়ে পরিবেশ আমাদের প্রতিকূলে। দেশের মানুষের মাঝে রাজনীতিক আতঙ্ক বিরাজমান। রাজনীতিতে অবরোধ শব্দটাই জনগণকে আতঙ্কিত করে। ২০১৪/২০০১ সালে মানুষ দেখেছে নির্যাতিত হবার দৃশ্য কতটা ভয়ঙ্কর ছিল।
তিনি প্রশ্ন রেখে বলেন, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন করতে হবে, আমাদের সংবিধানই এটাকে পরিচালনা করবে। তাহলে হুমকি ধামকি কেন? বিএনপির আবারো হাঁকডাক শুরু করেছে মহান যাত্রা মহারবের মাধ্যমে। কর্মীদেরকে বার্তা দেয়া হচ্ছে অল্প সময়ের মধ্যে ক্ষমতা দখলের। বিএনপির মিথ্যাচার যদি কর্মীদের কাছে আবারো আগের মতো প্রমাণিত হয় তখন কীভাবে কর্মীদের কাছে তারা মুখ দেখাবে?
তিনি আরও বলেন, বিএনপি দেশের সম্পদ লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করেছে, আর আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন করেছে। আগামী ৪ তারিখ শেখ হাসিনার ম্যাজিকের মাধ্যমে মেট্রোরেল মহাযাত্রা শুরু করবে। আওয়ামী লীগের মহাযাত্রা শুরু করবে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের মাধ্যমে। আগামী ৪ তারিখ আওয়ামী লীগ স্মরণকালের শ্রেষ্ঠ জমায়েত করবে মেট্রোরেলের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে।
ওবায়দুল কাদের বলেন, দেশে আর যেন ২০০১, ২০০৬ এর পুনরাবৃত্তি না হয় সেদিকে সবাইকে সতর্ক থেকে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতার দাওয়াত দিতে একটি অশুভ শক্তি প্রস্তুত, তাদেরকে যেকোনো মূল্যে রুখতে ও বধ করতে হবে।