হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর): ৫ আগস্ট ২০২৪ , ১০:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ীতে শোকরিয়া নামাজ,দোয়া,মিষ্টি বিতরন, আনন্দ উল্লাসের মধ্যদিয়ে শেখ হাসিনার পতনের উৎসব পালন করেন ফুলবাড়ী ছাত্র জনতা।
শেখ হাসিনা সরকারে পতনের খবর পাওয়ার পরে সারা দেশের মতো দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসমূখর হয়ে রাস্তায় নেমে পড়ে স্থানীয় ছাত্র সমাজ ও স্থানীয় জনতা। ছাত্র সমাজ দুপুর থেকে স্থানীয় নিমতলা মোড়ে সমবেত হতে থাকে। শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর তারা রাস্তায় নেমে পড়ে এবং বিজয়ের স্লোগান দিতে থাকে। এরপর ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিমতলামোড়ে এসে সেখানে জাতীয় সংগীত পরিবেশন, শোকরিয়া নামাজ আদায় করেন। পরে কোটা বিরোধি আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সেই সময় বৃষ্টি আসলে সকলে রহমতের বৃষ্টি হচ্ছে বলে সেখানে নিজের গা ভিজিয়ে দেন। পরে মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে আনন্দ উৎসবের সমাপ্ত করেন ফুলবাড়ী ছাত্র জনতা। জনতার এই উৎসব দেখতে বাসাবাড়ী থেকে স্থানীয় মহিলা পুরুষ রাস্তায় বেরিয়ে পড়তে সেখানে জনসমুদ্রের রুপ নেয়।