সারাদেশ

শ্যামসিদ্ধিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  এস এম রাফি ২৫ আগস্ট ২০২৩ , ৬:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৫ আগষ্ট) বিকেল ৪টায় উপজেলার শ্যামসিদ্ধি মঠবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আঃলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা ও তার পরিবারে সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

শ্যামসিদ্ধি ইউনিয়ন আঃলীগের সভাপতি আব্দুল মজিদ বেপারী’র সভাপতিত্বে ও সাঃ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আঃলীগের সাঃ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন, বাংলাদেশ আঃলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আঃলীগের ১নং যুগ্ম সাঃ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক যুগ্ম সাঃ সম্পাদক মুনসুর আহম্মেদ, শেখ মোঃ আলমগীর, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম মামুন, আলী আক্কাস মৃধা জীবন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাঃ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান, ছাত্রলীগের সভাপতি শাওন খান,শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন,ইউনিয়ন যুবলীগের সভাপতি ছাব্বির পাঠান, সাঃ সম্পাদক মোঃ মামুন প্রমুখ।